Flash Sms Message এবং End Call Notification বন্ধ করার সহজ পদ্ধতি | How to Turn Off End Call Notification

End Call Notification বন্ধ করার সহজ পদ্ধতি

আমরা যখন মোবাইলে নেট কানেকশন বন্ধ করি তখন আমাদের মোবাইলের স্ক্রিনে অটোমেটিক Flash SMS Message আসে এবং সেখানে আমাদের কত পরিমান ডাটা ব্যবহার হয়েছে এবং অবশিষ্ট কত পরিমাণ ডাটা আছে সেটা দেখায়।

অনেক সময় আমরা এই মেসেজটির কারণে বিরক্তবোধ করি কারণ অযথাই মনে হয় মেসেজটা আসে। অনেকে আমরা এই মেসেজটি কিভাবে বন্ধ করব সেটা জানিনা। 

মোবাইল ফোনে অপ্রয়োজনীয় ফ্ল্যাশ এসএমএস মেসেজ, প্রচারণামূলক মেসেজ এবং কল শেষে নোটিফিকেশন বন্ধ করার কোড জেনে নিন।

বন্ধ করুন বিরক্তিকর পপআপ মেসেজ | Stop All Sim Usage PopUp Notification | Call & Internet end Session

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তিনটি ট্রিকস:

১. Promotional Message বন্ধ করার নিয়ম
২. End Call Notification বন্ধ করার নিয়ম
৩. Data usage Notification বন্ধ করার নিয়ম

 

How to Turn Off Flash SMS Message| ফ্ল্যাশ এসএমএস মেসেজ বন্ধ করার নিয়ম:

ফ্ল্যাশ এসএমএস হল এক টাইপের মেসেজ যা স্বয়ংক্রিয়ভাবে আপনার স্ক্রিনে দেখায় কিন্তু সেভ হয় না। এটি আপনার স্কিনে তখনই আসবে যখন আপনি আপনার মোবাইল ডাটা কানেকশন অফ করেন অথবা আপনি কারো সাথে কথা বলা শেষে আপনার অবশিষ্ট ডাটা মিনিট ও কলরেটের বিস্তারিত দেখায়।

FLASH SMS ভালো দিক গুলো হল, আপনি সহজেই আপনার ব্যবহারের পরেই ক্লাসের মাধ্যমে অবশিষ্ট ডাটা মিনিটের বিস্তারিত জানতে পারবেন। 

আর এটার খারাপ দিক হলো, আপনাকে বারবার অকারণে Flash SMS দেখাবে যা বিরক্তিকর করে কারণ হতে পারে।

1. Flash SMS বন্ধ করবেন যেভাবে:

১. Flash SMS Message বন্ধ করতে আপনার ফোনে থাকা মেসেজ আপে যান।

২. মেসেজ অ্যাপের থ্রি ডট মেনুতে ক্লিক করুন,
৩. সেটিংস এ যান
৪. Allow Flash Message বন্ধ করে দিন

ব্যাস এখন থেকে আর Flash Message শো করবে না।  আপনি iPhone ইউজার হলে : Go to আইফোন সেটিংস - মেসেজ অপশনটি খুঁজে বের করুন- Turn Off Flash Messages ক্লিক করুন।

ফ্ল্যাশ এসএমএস মেসেজ চালু করার নিয়ম: বন্ধ করার নিয়ম অনুসরণ করে Allow Flash Message অপশনটিতে টিক মার্ক দিয়ে On করে দিন। 


2. Promotional Message বন্ধ করার নিয়ম : 

প্রমোশনাল মেসেজ খুবই বিরক্তিকর, কেননা আমার যখন যে অফারটা লাগবে না সিম অপারেটর সেই অফারটি মেসেজ করে দিতে থাকে। যার কারণে ইনবক্স ফুল হয়ে যাওয়ার মতো উপক্রম হয়।

সব অপারেটরের Promotional Message কিভাবে বন্ধ করতে হয় সেই কোডগুলো আমি নিচে দিয়ে দিচ্ছি। কোডগুলো ডায়াল করে প্রমোশনাল এসএমএস বন্ধ করতে পারবেন ,কোন টাকা কাটবে না ।

Grameenphone =  *121*1101# 

Robi / Airtel = *7# 

Banglalink = *121*8*6#

Teletalk = *155# 


Promotional Message চালু করার নিয়ম: Grameenphone *121# , Banglalink *121*8#, Airtel ও Robi *7# ,  Teletalk *155# ডায়াল করুন।


3. End Call Notification /বা Data usage Notification পপআপ মেসেজ বন্ধ করার নিয়ম: 

আপনি যখন ইন্টারনেট কানেকশন বন্ধ করেন অথবা কলে কথা বলা শেষে কল কেটে দেন, End Call Notification /বা Data usage Notification পপআপ মেসেজ শো করে । 

End usage Notification বন্ধ করতে: 

Grameenphone =  *121*1005*4#

Bangkalink = *121*8*1*5*2#

Airtel ও Robi = *3637*2# এবং data usage Notification বন্ধ করার জন্য ৮৪৪৪# ডায়াল করুন।


End usage Notification চালু করতে:  Grameenphone *121*1005# , Banglalink *121*8*1*5#, Airtel ও Robi  *3637#  ডায়াল করুন।


Promotional Message, End Call Notification, Data usage Notification বন্ধ করবেন কিভাবে ভিডিও তে দেখেন নিন 


নতুন নতুন ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না Flash message notification ।  Like, Comment এবং Share করুন আপনার বন্ধুদের সাথে, যাতে তারাও উপকৃত হতে পারে। 

How to stop flash message on Airtel,What is Flash message,How to stop Flash message on Jio,How to stop flash message on Redmi,SMS popup,How to turn off SMS notifications on Android,SMS popup Samsung,sim notifications stop


Your Question:

usage notification
sim ussd off
stop sim usages
To STOP before and end Call/Internet notification dial
এন্ড কল নোটিফিকেশান বন্ধ করতে
ডাটা usage নোটিফিকেশান বন্ধ করার জন্য
Call End Notification ডি-অ্যাক্টিভেট করতে
ussd sim popup
popup block message
call end message
data off message
internet session time

My answer:
call end notification off
how to stop flash message in banglalink
turn off flash messages iphone
how to stop flash sms message
how to stop flash messages in android
how to stop flash message in gp
how to turn off flash messages in samsung
how to stop flash messages in oppo
how to turn off flash messages in realme
flash sms off code



#FlashSMS #PromotionalMessage #EndCallNotification #MobileTips #TechGuide #BanglaTutorial#robipromotionalsmsoffcode#banglalinkpromotionalsmsoffcode
Previous Post Next Post

Contact Form