Whatsapp Call Recorder Bangla | হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করুন খুব সহজে | TechSohag.Com

Whatsapp Call Recorder Apk
Whatsapp Call Recorder Bangla


আসসালামু আলাইকুম,
আমি এখন দেখাবো খুব সহজে কিভাবে হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করবেন?

আমরা সবাই জানি কোন অ্যাপ থেকেই হোয়াটসঅ্যাপের কল রেকর্ডিং করা যায় না ।

কিন্তু আমরা চাইলে একটু টেকনিক খাঁটিয়ে খুব সহজে WhatsApp কল রেকর্ডিং করতে পারি 


চলুন শিখে নেওয়া যাক। 



প্রথমে আমরা আমাদের মোবাইলের নোটিফিকেশন বার  উপর থেকে নিচের দিকে টেনে নিয়ে শর্টকাটগুলো থেকে স্ক্রিন রেকর্ডার অপশনে চাপ দিয়ে ধরে রাখবো। এতে করে স্ক্রিন রেকর্ডার সেটিং অপশন ওপেন হবে।


এরপর , সাউন্ড অপশন থেকে রেকর্ড সিস্টেম সাউন্ড এবং রেকর্ড মাইক্রোফোন সাউন্ড On করে দিব।


তারপর আমরা যখন হোয়াটসঅ্যাপ কল করব তখন স্রীনরেকর্ড  করে নিব। তাহলে আমাদের Whatsapp call টি ভিডিও আকারে Record হয়ে যাবে।


পরবর্তীতে Whatsapp screen record video টি আমরা চাইলে অডিও ভিডিও format App থেকে খুব সহজে mp3 করে নিতে পারবো। 


অ্যাপটি ডাউনলোড লিংক: https://www.djsohagrana.com/p/android-apps-3.html



অডিও ভিডিও ফরমেট অ্যাপ ইনস্টল করে ওপেন করে , add অপশনে ক্লিক করব, এরপর কাঞ্চিত ভিডিওটি  সিলেক্ট করব,


মেনু থেকে extract mp3  ক্লিক করে প্রয়োজনীয় অপশন বাছাই করে,


কনভার্শন টু mp3 ক্লিক করলেই ভিডিওটি অডিওতে রূপান্তরিত হবে। অডিও-টি আপনার ফোনের ফরমেট ফ্যাক্টরি ফোল্ডারে সেভ হয়ে থাকবে। 


That's All





ধন্যবাদ আপনাকে, এই টিপসটি ভিডিও আকারে দেখতে ও আরোও ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন।



Previous Post Next Post

Contact Form