আসসালামু আলাইকুম সবাইকে
আজকে আমি আপনাদের সাথে একটি নতুন Adsterra Trick শেয়ার করব যে ট্রিকের মাধ্যমে আপনি আপনার Adsterra Direct Link কোন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন কখনোও Ban বা Block হবে না এবং আপনার ডাইরেক লিংকের টাইটেল ডেসক্রিপশন চেঞ্জ করে আকর্ষণীয় ভাবে Viewer's দের কাছে দিতে পারবেন একদম ফ্রিতে।
Link prove: https://Adstra.oia.link/Paid-Course-Download
এই কাজটি এই কাজটি করার জন্য প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে সার্চ করব Open In App লিখে।
এরপর ওয়েবসাইটটিতে প্রবেশ করে। Login এ click করে সাইন আপ করে নিব। সাইনআপ করে লগইন করবো যেভাবে আমরা অন্যান্য ওয়েবসাইটে সাইনআপ করি সেরকম ভাবেই।
সাইন আপ করার জন্য লগইন আইকনে ক্লিক করলে নিজের মতো লগইন উইথ google অথবা মোবাইল নাম্বার দিয়ে লগইন করা অপশন দেখাবে।
সুবিদার জন্য আমরা কন্টিনিউ উইথ গুগল দিয়ে একটি জিমেইল আইডি মাধ্যমে লগইন করবো। ঠিক নিচের মতো করে।
আপনার যদি অনেকগুলো জিমেইল আইডি থাকে যে কোন একটা জিমেইল আইডি তে ক্লিক করে কন্টিনিউ করুন। ভেরিফাইং হয়ে গেলে আপনাকে ওপেন ইন অ্যাপের হোমপেজে নিয়ে যাওয়া হবে।
আমি আমার Adsterra একটি Direct Link এখানে Edit করবো তাই ডাইরেক্ট লিঙ্কটি পেস্ট করে Generate Link এ ক্লিক করবো।
Generate Link এ ক্লিক করার সাথে সাথেই Link Generated Successfully হয়ে যাবে এবং উপরের স্ক্রিনশট এর মত দেখাবে। (এখান থেকে আমরা এডিট আইকন এ ক্লিক করব। যাতে করে এই লিংক এর title thumbnail description এডিট করে viewers এর কাছে আকর্ষণীয় করে তোলা যায়।
Link edit করার জন্য প্রথম এবং লাস্ট যে অংশটুকু আছে এই দুটি অংশ আমরা নিজের ইচ্ছামত পরিবর্তন করে নিতে পারব। শুধুমাত্র মাঝখানের যে মেইন লিঙ্কটা থাকবে ওইটা তিনটার থেকে বেছে নিতে পারব।এরপর ডানে ক্লিক করলে আপনার লিংকটি সাকসেসফুল ভাবে আপডেট হয়ে যাবে।
এখান থেকে আপনি চাইলে পরবর্তীতে আপনার লিংকটি আবারও এডিট করতে পারবেন অথবা শেয়ার করার জন্য কপি করে যে কোন সোশ্যাল মিডিয়া তে মার্কেটিং করতে পারবেন। এই ঠিক অবলম্বন করে আপনি আপনার এড্রেসটার মার্কেটিং করে বেশি বেশি টাকা উপার্জন করতে পারবেন। (ভুলে কখনো যদি আপনার লিংকটি ব্যান করে দেয় তাহলে ওপেনিং অ্যাপে এসে আপনার লিংকটি এডিট করে নিবেন।)
চলুন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনার Adsterra Direct Link শেয়ার করার পরে কেমন দেখায় সেটা দেখে নেই;
Facebook Messenger:
Facebook Post:
Telegram:
Video Of Adsterra Direct Link Facebook Share Problems Bangla| Customize Link Generator Free
আমার সাথে যোগাযোগ করতে;
YouTube : https://youtube.com/@tech-sohag
Website: wWw.DjSohagRana.Com
অসংখ্য ধন্যবাদ সময় নিয়ে আমার এই ঠিকছি পড়ার জন্য ভবিষ্যতে আপনাদের রিকোয়ারমেন্টে বিভিন্ন ঠিক শেয়ার করব ইনশাল্লাহ তাই নিয়মিত কমেন্ট করে উদ্বুদ্ধ করবেন।