ড্রাইভিং লাইসেন্স চেক করুন করার ৩টি উপায় বিআরটিএ

Dl check bd


ড্রাইভিং লাইসেন্স চেক – driving license check online bangladesh

আমরা অনেক সময় দালালের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স করাই তখন জানার প্রয়োজন পরে ড্রাইভিং লাইসেন্স টি সঠিক কিনা অথবা আমাদের নিজের ড্রাইভিং লাইসেন্স সঠিক কিনা চেক করতে প্রয়োজন পড়ে। বর্তমানে মোবাইলের মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার সিস্টেমটি আবার চালু করা হয়ছে। একটি এসএমএস এর মাধ্যমে আপনার ড্রাইভিং লাইসেন্সটি ঠিক আছে কিনা চেক করে নিতে পারবেন।

আরও পড়ুন: অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২২

আপনার ড্রাইভিং লাইসেন্স সঠিক কিনা চেক করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে DL লিখে স্পেস দিয়ে রেফারেন্স নম্বর লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিন  ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জনানো হবে। ড্রাইভিং লাইসেন্সটি রেডি কিনা কিনা তথ্য ঠিক আছে কিনা? অথবা ড্রাইভিং লাইসেন্স ভুয়া কিনা সেটিও খুব সহজেই বোঝা যাবে বিআরটিএ এর এই ফিরতে এসএমএস এ। 


Driving license check online । অ্যাপ ছাড়াই ড্রাইভিং লাইসেন্স স্ট্যাটাস চেক করুন

কম্পিউটারের দোকানে আমরা অনেক সময় টাকা দিয়ে মেসেজ চেক করায় অথচ আমরা নিজের হাতের মোবাইল দিয়ে ড্রাইভিং লাইসেন্স সঠিক আছে কিনা দেখতে পারি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি উদাহরণ দিচ্ছি খেয়াল করুন:


Driving license check online  Example in Bangladesh

Go to your mobile message Option

Type DL DK012345L00001 then Sent 01552146222

Example: DL<space>DK012345L00001 Send to 01552146222


Driving license check online by Sms এসএমএস এর মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স চেক করার নিয়ম

আপনার মোবাইলের মেসেজ এ গিয়ে ড্রাইভিং লাইসেন্স যাচাই করার জন্য DL<space>Driving License Number লিখে 01552146222 নম্বরে মেসজ পাঠিয়ে দিলেই ২-৫ মিনিটের মধ্যেই ফিরতি মেসেজে আপনার ড্রাইভিং লাইসেন্স এর তথ্য পেয়ে যাবেন। তখন দেখে নিতে পারবেন আপনার ড্রাইভিং লাইসেন্স সঠিক কিনা। 


তবে বর্তমানে শুধু মাত্র স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স যাচাই করা যাবে । অনলাইনে আপনার DL CHECK করতে এখানে ক্লিক করুন: http://my.brta.gov.bd/dl_status.php


আরও পড়ুন: লার্ণার ড্রাইভিং লাইসেন্স নিয়ে যত প্রশ্ন

Previous Post Next Post

Contact Form