ড্রাইভিং লাইসেন্স এর বিভিন্ন ফি

Driving license fee in bd

বিআরটিএ'র মোটরযান আইন ও বিধির অধীনে ধার্যকৃত বিভিন্ন ফিস(রেজিষ্ট্রেশন ও মালিকানা বদলী) বৃদ্ধির তালিকা ll Driving license fee Bangladesh

অনলাইনে আপনি www.brta.gov.bd তে একটি ব্রাউজারের মাধ্যমে প্রবেশ করুন এবং সেখানে থেকে ফি সংক্রান্ত বিস্তারিত তথ্য পাবেন। যদিও এই ওয়েবসাইটে অন্যান্য পেইজ হতেও আপনি বিস্তারিত জানতে পারবেন। আসুন আমরা শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এক শ্রেণীর ফি সম্পর্কে জেনে নেই। মাত্র ৩০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে জমা দিয়ে আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স এর জন্য আবেদন করে ফেলতে পারেন।


ড্রাইভিং লাইসেন্স চেক পদ্ধতি / ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি কত? BRTA motorcycle driving licence fee  ll Driving license renewal fee in Bangladesh

মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মূল ফি’র সাথে প্রতি বছর জরিমানা গুনতে হয় ২৩০ টাকা ভ্যাট সহ।


এক নজরে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত বিভিন্ন ফি ll  BRTA license renewal fee

ক্রমিক নংসেবার নামফিভ্যাট (১৫%)মােট টাকা

 

১।শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স এক শ্রেণীর ক্ষেত্রে ৩০০/-১৫%৩৪৫/-
২।শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স দুই শ্রেণীর ক্ষেত্রে৪৫০/-১৫%৫১৮/-
৩।মেয়াদ উত্তীর্ণ শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফি (৩ মাসের জন্য) ৭৫/-১৫%­­­ ৮৭/-
৪।মেয়াদ উত্তীর্ণ শিক্ষানবিশ লাইসেন্স নবায়ন ফি (৬ মাসের জন্য)১৫০/-১৫%১৭৩/-
৫।অপেশাদার-ইস্যু (নতুন পরীক্ষায় পাসের পর)২২১০/-১৫%২৫৪২/-
৬।পেশাদার-ইস্যু (নতুন পরীক্ষায় পাসের পর)১৪৬০/-১৫%১৬৭৯/-
৭।অপেশাদার (নবায়ন)২১১০/-১৫%২৪২৭/-
৮।পেশাদার (নবায়ন)১৩৬০/-১৫%১৫৬৪/-
৯।পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন পরীক্ষার ফি১৫০/-১৫%১৭৩/-
১০।মেয়াদ উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে মূল ফি’র সাথে জরিমানা (প্রতিবছর)২০০/-১৫%২৩০/-
১১।ড্রিাইভিং লাইসেন্স প্রতিলিপি ফি৭৬০/-১৫%৮৭৪/-
১২।ড্রাইভিং লাইসেন্স সংশােধনী ফি৮১০/-১৫%৯৩২/-
১৩।শুধু ড্রাইভিং লাইসেন্স অন্তর্ভুক্তি ফি২০০/-১৫%২৩০/-
১৪।ড্রাইভিং লাইসেন্স অন্তর্ভুক্তি ও প্রতিলিপি সহ ফি৯৬০/-১৫%১১০৪/-
১৫।ড্রিাইভিং লাইসেন্স সত্যায়িত ফি ১২০/-১৫%১৩৮/-


ড্রাইভিং লাইসেন্স করতে কত টাকা লাগে l ড্রাইভিং লাইসেন্স ফি বাংলাদেশ 

(ক) ০১ (এক) ক্যাটাগরি-৩৪৫/-টাকা (শুধু মোটরসাইকেল অথবা শুধু হালকা মোটরযান অর্থাৎ যে কোনো এক ধরণের মোটরযান)

(খ) ০২ (দুই) ক্যাটাগরি-৫১৮/-টাকা (মোটরসাইকেল এবং হালকা মোটরযান একসাথে অর্থাৎ মোটরসাইকেলের সাথে যে কোনো এক ধরণের মোটরযান)


স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স ফী :-

(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ১৬৮০/-টাকা (০৫ বছরের নবায়ন ফীসহ) (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফী – ২৫৪২/-টাকা (১০ বছরের নবায়ন ফীসহ)


ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী: –

(ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ১৫৬৫/- টাকা; (খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নবায়ন ফী – মেয়াদোত্তীর্ণের ১৫ দিনের মধ্যে হলে ২৪২৭/- টাকা; (গ) পেশাদার ও অপেশাদার উভয় ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণের ১৫ দিন পার হলে প্রতি বছরের জন্য ২৩০/- টাকা হারে জরিমানা প্রদান করতে হবে।


ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি ফী : 

(ক)  ড্রাইভিং লাইসেন্স এর প্রতিলিপি হাই সিকিউরিউটি ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে ৮৭৫/-টাকা।


আরও বিভিন্ন ফি সম্পর্কে জানতে এই পিডিএফ টি ডাউনলোড করুন: Driving License Fee in Bangladesh

Previous Post Next Post

Contact Form