অনলাইনে ড্রাইভিং লাইসেন্স করার নিয়ম ২০২৪ | online driving license bd 2024
স্টেপ– ১. লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদনস্টেপ– ২. লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্টস্টেপ– ৩. বায়োমেট্রিক্স প্রদান
স্টেপ– ১ : লার্নার ড্রাইভিং লাইসেন্স আবেদন |learner driving license online apply
মনে রাখবেন: অনলাইনে আবেদন দাখিলের সময় ভুয়া তথ্য প্রদান করা হলে তার লার্নার ড্রাইভিং লাইসেন্স ও স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স বাতিলসহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পরে।
স্টেপ– ২ : লিখিত, মৌখিক ও ফিল্ড টেস্ট | driving license exam questions
ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষার লিখিত পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো
প্রশ্নপত্রের পূর্ণমান ২০ নম্বর, পাশ ১২ নম্বর ও সময় ২০ মিনিট।সংক্ষিপ্ত প্রশ্ন ০৬টি ০৬ নম্বর (প্রতিটি প্রশ্নের মান ১) নৈর্ব্যত্তিক প্রশ্ন ০৮টি ০৮ নম্বর (প্রতিটি প্রশ্নের মান ১)
ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত প্রশ্ন ০৬টি ০৬ নম্বর (প্রতিটি প্রশ্নের মান ১)
উল্লেখ্য যে, ইঞ্জিন মেকানিজম সম্পর্কিত বিষয়ে ন্যূনতম ০২ নম্বর না পেলে পরীক্ষার্থী অকৃতকার্য বলে গণ্য হবেন।
ড্রাইভিং লাইসেন্স লিখিত পরীক্ষা:
ড্রাইভিং লাইসেন্স মৌখিক পরীক্ষা:
মৌলিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ট্রাফিক চিহ্নসমূহে ভালো ধারণা রাখতে হবে। ট্রাফিক সাইন বা রোড সাইন (চিহ্ন) pdf ডাউনলোড করুন
ড্রাইভিং লাইসেন্স ফিল্ড টেস্ট পরীক্ষা:
আপনার বাইক/গাড়ী সঠিক নিয়মে চালিয়ে দেখাতে হবে। নির্ধারিত কেন্দ্রে আপনার গাড়ি নিয়ে যাবেন অথবা ১০০ -২০০ টাকায় অন্যের গাড়ি দিয়ে পরীক্ষা দিতে পারেন।
প্রতিটি ধাপে আলাদা আলাদাভাবে পাশ করতে হয়। কিন্তু কোন একটি বা দু’টি বা তিনটি পরীক্ষায় ফেল করলে শুধু মাত্র যে পরীক্ষায় বা পরীক্ষাসমূহে ফেল করেছেন সেই পরীক্ষা/পরীক্ষাসমূহ দিতে হবে।
সাধারনত ৩-৭দিনের মধ্যেই আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন কিনা অনলাইনে (bsp.brta.gov.bd)-এই ঠিকানায় আপনার অ্যাকাউন্টে দেখতে পারবেন/আপনার নির্ধারিত brta অফিসে যোগাযোগ করুন।
স্টেপ–৩: বায়োমেট্রিক্স (ডিজিটাল ছবি, ডিজিটাল স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ) প্রদান
পরীক্ষায় উত্তীর্ণ হলে ড্রাইভিং লাইসেন্স আবেদন ফরম ডাউনলোড করে পূরণ করে স্মার্টকার্ড ড্রাইভিং লাইসেন্স-এর জন্য সংশিস্নষ্ট সার্কেল অফিসে আবেদন করতে হবে। ড্রাইভিং লাইসেন্সের স্মার্টকার্ড পেতে নিমোক্ত কাগপত্রগুলো লাগবে -
উপরোক্ত কাগজপত্র এবার সব কিছু এক করে বিআরটিএ তে জমা দিতে হবে এবং টোকেন সংগ্রহ করতে হবে। বায়োমেট্রিক দেয়ার পর মুল লাইসেন্স পাওয়ার পূর্ব পর্যন্ত টেম্পোরারি লাইসেন্স পাওয়া যাবে। যখন মুল লাইসেন্স রেডি হয়ে যাবে তখন এসএমএম এর মাধ্যমে জানানো হবে। সাধারনত ৩-৪ মাস সময় লাগে। তারপর টেম্পোরারি লাইসেন্স জমা দিয়ে মূল ড্রাইভিং লাইসেন্স নিতে হবে।