ভয়ং*কর সাইবার হামলার কবলে টিকটক | Tiktok Hacking News Bangla
ভয়ং*কর সাইবার হামলার কবলে এখন টিকটক। বিশ্বজুরে ২০০ কোটি টিকটক ব্যবহারকারীর তথ্য চুরি করেছে হ্যাকাররা । একাধিক সাইবার সুরক্ষা বিশেষজ্ঞরা চীনা কোম্পানি টিকটকের অ্যাপ সার্ভার থেকে গ্রাহকের তথ্য ফাঁস হয়ে যাওয়ার অভিযোগ করেছেন।
বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিকটক সার্ভার হতে বিপুল পরিমাণ তথ্য হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সেখানে গ্রাহকের ব্যক্তিগত তথ্যের মতো সংবেদনশীল তথ্যও আছে। সুরক্ষার জন্য অতিদ্রুত সব টিকটক গ্রাহককে নিজের অ্যাকাউন্টের পাসওয়ার্ড বদলানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। একই সঙ্গে অ্যাকাউন্টের সুরক্ষা জন্য টু- ফ্যাক্টর অথেনটিকেশন এনেবেল করার পরামর্শের কথাও বলা হয়েছে।
ব্লিপিং কম্পিউটারে প্রকাশিত একটি রিপোর্টে জানানো হয়েছে টিকটক সার্ভার থেকে ডেটা হ্যাক হয়েছে। ২০০ কোটির বেশি গ্রাহকের তথ্য প্রকাশ্যে এসেছে এই রিপোর্টে দাবি করা হয়। হ্যাক হওয়া এই ডেটার সাইজ প্রায় ৭৯০ TB।
এছাড়াও Alibaba ক্লাউড সার্ভরে খুব সহজ পাসওয়ার্ডের মাধ্যমে গ্রাহকের ডেটা স্টোর করার অভিযোগ উঠেছে টিকটকের বিরুদ্ধে। টুইটারে খুব সহজেই এই সব ডেটা ডাউনলোড করা যাচ্ছে।
কিন্তুু এই ডেটা ফাঁস হওয়ার খবর অস্বীকার করেছে টিকটক।
প্রযুক্তি সব খবর পেতে "টেক সোহাগ"এর সাথেই থাকুন।
Tags
Tech Tips