ডিসেম্বরের মধ্যেই পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার || 5G Open in Bangladesh December 2022 | techsohag.com

5g Bangladesh

ডিসেম্বরের মধ্যেই পঞ্চম প্রজন্মের ইন্টারনেট সেবা ফাইভজি চালু করতে যাচ্ছে সরকার || 5G Open in Bangladesh December 2022

এই বছ‌রের ডিসেম্বরই  5G ইন্টারনেট সেবা চালু করতে যাচ্ছে সরকার। সকল মোবাইল অপারেটর যাতে দ্রুত  5G কার্যকর পদক্ষেপ গ্রহণ করে তার জন্য নির্দেশনাও দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি)।

উল্লেখ য‌ে,  রাষ্ট্রীয় অপারেটর টেলিটককের মাধ্যমে জাতীয় সংসদ ভবন, সচিবালয়, ধানমন্ডি ৩২ সহ গুরুত্বপূর্ণ ৬টি স্থাপনায় গত বছরের ১২ ডিসেম্বর পরীক্ষামূলকভাবে ফাইভজি সেবা চালু করে বাংলাদেশ। 

এবার ফাইভজি সেবার বাণিজ্যিক কার্যক্রম শুরু করতে মাঠে নামে চা‌চ্ছে সরকার। এ বছর ৩১ মার্চ দ্রুতগতির ফাইভজি সেবার তরঙ্গ নিলাম হয়, যেখানে প্রায় ১০ হাজার কোটি টাকায় ১৯০ মেগাহার্টজ তরঙ্গ কিনেনেয় মোবাইল অপারেটরা।


ফোরজিতে যেখানে 4MBPS গতি পাওয়া যায় সেখানে ফাইভজিতে সেকেন্ডে সর্বনিম্ন গতি থাকবে প্রায় ২০MBPS। পঞ্চম প্রজন্মের এ 5G টেলিকম সেবায় তথ্যপ্রযুক্তি ও অটোমোবাইলসহ শিল্পক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আশা করছেন সংশ্লিষ্টরা ।

আরেকটি ভালো খবর হলো, ফোরজির দামেই পাওয়া যা‌বে ফাইভজি ইন্টারনেট!


🇧🇩

Previous Post Next Post

Contact Form