ওটিজি কি? OTG দিয়ে কি কি চালানো যায় ৷ ওটিজি নিয়ে আলোচনা
ওটিজি সর্ম্পকে প্রায় আমরা সকলেই জানি। আজ এই টিটোরিয়ালে আরো ভালোভাবে জানবো ইনশাআল্লাহ।।
ওটিজি কি?
Otg শব্দেরে Full Meaning হচ্ছে On The Go ওটিজি সাপোর্ট 2টি ডিভাইসের একটিকে অন্যটির সাথে যুক্ত আপনি অনেক ধরনের কাজ করতে পারেন।
আপনার মোবাইল ওটিজি সাপোর্ট করে কিনা কিভাবে বুজবেন?
র্বতমানে সকল মোবাইলেই ওটিজি সাপোর্ট থাকে। আপনার মোবাইলে ওটিজি সাপোর্ট করে কিনা জানার জন্য Settings এ গিয়ে প্রথমে Developer Option চালু করুন। তারপর ওটিজি অপশন খোজে বের করুন।
ওটিজি কানেকশন পেতে কি কি লাগে?
ওটিজি ব্যবহার করার জন্য Otg Cable হলেই হবে। যার দাম ২০ থেকে ৩০ টাকা যেকোনো মোবাইল এক্রেসোরিসের দোকানে পেয়ে যাবেন।
ওটিজি এর মাধ্যমে আপনি যা যা করতে পারবেনঃ
1. মোবাইলে Mouse & keyboard চালানো ।
2. এক মোবাইল থেকে অন্য মোবাইলে চার্জ দেওয়া ।
3. External Hard Drive ব্যবহার ।
4. মোবাইলের সাথে প্রিন্টার ব্যবহার করা।
5. ব্রডব্রান্ড ইন্টারনের সাথে ওটিজি কানেক্ট করে মোবাইলে নেট চালানো।
6. ওটিজি কান্ক্টে করে মোবাইলে Game Controller এ গেম খেলা।
7. External Web Camera ব্যবহার করা।
আরও পড়ুন: জানেন? ব্রাউজারগুলো কীভাবে আয় করে? how do web browsers earn money