ব্লগার সাইটের জন্য সুন্দর Floating Contacy Widget | Blogspot Floating Contact Widget Script
আস-সালামু্ আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি; আলহামদুলিল্লাহ। আজ আপনাদের সাথে শেয়ার করবো আমার এই TechSohag.Com সাইটের Floating Contact Menu Code. আমি এই উইজেটটি সবচেয়ে বেশি পছন্দ করি।
আরও পড়ুন: নিয়ে নিন চমৎকার ২টি Custom Video Player কোড ফ্রিতে
আপনি এটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারেন. আমি উইজেট নির্মাতাকে জানি না তবে আমি এই উইজেটটি অনেক ব্লগার ওয়েবসাইটও দেখতে পাচ্ছি। এবং আমি এই উইজেটটি ক্লোন করেছি।
Blogspot Floating Contact Widget Code টি কিভাবে ব্যবহার করবেনঃ
- আপনার ব্লগারে গিয়ে ব্লগ সিলেক্ট করুন
- এরপর ব্লগার লেআউটে যান
- তারপর একটি গ্যাজেট যোগ করুন
- এইচটিএমএল/জাভাস্ক্রিপ্ট সিলেক্ট করুন
- এবং Download করা txt ফাইলের কোড প্রবেশ করান & Done.
ডাউনলোড করুন এখানে
নোটঃ আপনার ইচ্ছামত কোডটি Edit করে নিবেন।
প্রিয় বন্ধুরা, আপনার প্রয়োজনীয় সকল কোড পেতে আমার সাইটের সাথেই থাকুন। সামনের দিনে আরো ভালো কিছু নিয়ে আসবো ইনশাআল্লাহ!ধন্যবাদ. Bye Bye টাটা।
Tags
Blogger