অপারেটরদের কাছ থেকে রাজনৈতিক প্রোমোশনাল মেসেজ বন্ধের উপায় | মেসেজ বন্ধ করার উপায়
সিমে MB এর জন্য আমি যদিও মাসিক বান্ডেল কিনে থাকি, তারপরও এই অফার সেই অফার নামে অপ্রয়োজনীয় মেসেজে Inbox ভরে যায় । এত অফারের তো দরকার নাই। আমার দরকার হলে আমি নিজেই আমার অফার কিনে নিব। তাই নয় কি🤪
যাইহোক বন্ধরা , আজকে কিভাবে মোবাইল প্রোমোশনাল মেসেজ আসা বন্ধ করা যায় , তা নিয়েই একটি পোস্ট দিলাম। প্রমোশনাল এসএমএস বন্ধ
গ্রামীন ফোন সিমের জন্য৷ জিপি মেসেজ বন্ধ করার নিয়ম
সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য আপনার গ্রামীণফোন সিম থেকে
*১২১*১১০১# ডায়াল করুন।
আবার প্রোমোশনাল মেসেজ পেতে চাইলে *১২১*১১০২# ডায়াল করতে হবে। (যদিও করবেন না জানি 😁)
রাবি এবং এয়ারটেল সিমের জন্য | রবি এসএমএস বন্ধ করার কোড
Robi এবং Airtel সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য আপনার সিম থেকে *৭# ডায়াল করে পরবর্তী অপশনে ২ রিপ্লাই দিন।
প্রোমোশনাল মেসেজ আবার চালু করতে চাইলে,😐 মোবাইল থেকে *৭# ডায়াল করে ১ রিপ্লাই দিতে হবে।
বাংলালিংক সিমের জন্য | Banglalink Sim SMS Off Korbo
বাংলালিংক সিমে সকল প্রোমোশনাল মেসেজ বন্ধের জন্য আপনার সিম থেকে
*121*7*1*2*1# Dial করুন।
টেলিটক সিমের জন্য | Teletalk SMS OFF Code
রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটক এ ধরনের সেবা নেই বলে জানা গেছে। তারপরও Teletalk এর সব সব অফার বন্ধের কোড আপনাকে দিয়ে দিলাম
আপনার মেসেজ অপশনে STOP ALL লিখে 335 এ পাঠিয়ে দিন।
আরও পড়ুন: Install Bangla Font Website | ব্লগার ওয়েবসাইটে বাংলা ফন্ট যুক্ত করুন