ফুটার ক্রেডিট রিমুভ করুন ৷ How do I hide copyright on Blogger?
আসসালামু আলাইকুম, সাইট সুন্দর ডিজাইন করার জন্য আমাদের ব্লগার ফুটার ক্রেডিট রিমুভ করতে হয়। যদি আপনি প্রিমিয়াম থিম ব্যবহার করেন তাহলে খুব সহজেই তার ফুটার ক্রেডিট রিমুভ করতে পারবেন।
কিন্তুু সমস্যার বিষয় হলো, কিছু টাকা খরচ করে যদি একটা থিম কিনেও নেন কিন্তু পরে যদি আবার ব্লগার থিম পরিবর্তন করতে হয় তাহয়লে সম্পূর্ণ টাকাটা জলে যাবে তাই ব্লগরে কেউ সহজে প্রিমিয়াম থিম ব্যবহার করে না। how to remove blogger footer credit without redirecting.
যদি আপনার ব্লগারে গুগলের ফ্রি টেমপ্লেট ব্যবহার করে থাকেন তাহলে, আপনার ব্লগার টেমপ্লেটের নিচে Powered By Blogger অথবা Created by Sora Templet ইত্যাদি কপিরাইট Credit থাকে।
আজকে আমরা জানবো, ব্লগার Template থেকে কিভাবে footer credit remove করতে হয়। How to remove copyright from Blogger template.
চলুন শুরু করা যাক, ব্লগার ফুটার ক্রেডিট রিমুভ করা খুব সহজ নিচের নিয়মটা ফলো করলে কোন রিডাইরেক্ট সমস্যা হবে না।
ব্লগার টেম্পলেট থেকে footer credit কিভাবে রিমুভ করে | Blogger Templates without footer credit Now
ব্লগার টেমপ্লেটে Own থিমের ক্রেডিট দেওয়া থাকে এটা থাকলে কোন সমস্যা হয়না কিন্তু আমরা এই Footer Credit রাখতে চায় না।আবার এটাকে Edit করতে গেলেও আমাদের সাইট সেই Theme রিডাইরেক্ট হয়ে যায় ।
এই টিটোরিয়াল টি মনোযোগ দিয়ে পড়লে আপনি নিজেই আপনার Blogger Footer Credit Remove করতে পারবেন। How to remove Sora template footer credit.
তবে কারোর কোন কিছু ব্যবহার করলে অবশ্যই তার credit দেওয়া উচিত।
How to remove copyright from Blogger template এখন আপনি ক্রেডিট রিমুভ করতে পারেন কিংবা আপনার ক্রেডিট এখানে দিতে পারেন, নিচের Step Follow করুনঃ-
Step -1
প্রথমে আপনার ব্লগার সাইটে গিয়ে লগইন করুন আর Theme থেকে Edit HTML যান।
Step -2
২য় ধাপে আপনি আপনার সাইটি View করে Footer Credit এর কিছু অংশ কপি করে নিবেন। যাতে Edit Html এ সার্চ করে সহজেই খুজতে পারেন।
Step -3
তৃতীয় ধাপে HTML কোডের মধ্যে থিমের শেষে যেই নামটা Copy করেছেন সেটা সার্চ করুন। কম্পিউটারে ctrl+f shortcut ব্যবহার করে সার্চ করা যায়, মোবাইলের হ্মেতে আলাদা apps ইনসটল করে নিয়ে Step 2 তে আপনার থিমের শেষে যেই নামটা Copy করেছেন সেটা সার্চ করুন।
Step 4
শেষধাপে নিচের Screenshot এর মতো দুটো স্পেস দিয়ে আগের ফুটার Credit এর সামনে আমার দেওয়া কোড কপি করে পেষ্ট করে দিয়ে কয়েকটা </div> লিখে টেমপ্লেট Save করে দিন।
ব্লগার টেমপ্লেট ফুটার ক্রেডিট রিমুভ করার কোড ৷ How to remove copyright from Blogger template txt code
<p style='text-align:left;'>Copyright (c) 2022 <a href='https://DjSohagRana.com/'>DjSohagRana.Com</a> All Right Reseved</p> <div class='ty-copy-container row' style='font-size:1px; opacity:0;'>